জনাব চয়ন বড়ুয়া ৩৭ তম বিসিএস থেকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট ( নিপোর্ট) এ হোম ইকোনমিস্ট পদে সুপারিশ প্রাপ্ত হয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ তারিখে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেন৷ কর্মজীবনের শুরুতে তিনি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সীতাকুণ্ডে হোম ইকোনমিস্ট পদে কর্মরত ছিলেন এবং তিনি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,সীতাকুণ্ড এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,গাংনী,মেহেরপুরের প্রশিক্ষণ কর্মকর্তা ও আয়ন বায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার পর ৩০ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ তারিখে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,কাপ্তাই,রাঙামাটির প্রশিক্ষণ কর্মকর্তা ও আয়ন বায়ন কর্মকর্তার দায়িত্ব ভার গ্রহণ করেন।
নিপোর্টে যোগদান করার আগে তিনি উত্তরা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, সোনালী ব্যাংক লিমিটেডের এর অফিসার এবং সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজ থেকে পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি ৩০ সেপ্টেম্বর ১৯৮৯ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব আধার মানিক গ্রামে বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা ব্যাবসায়ী এবং মাতা একজন গৃহিণী।